মনোহরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

১১ জুলাই ২০১৯, ০৭:২৬ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০৩ এএম


মনোহরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

মনোহরদী প্রতিনিধি ॥
নরসিংদীর মনোহরদীতে খুচরা মূল্যের চেয়ে বেশী দামে ওষধ বিক্রি করায় বিউটি ফার্মেসী নামক একটি দোকানকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষধ সংরক্ষণ করায় বুলবুল ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া মূল্য তালিকা না থাকায় ভাই ভাই স্টোর থেকে দুই হাজার এবং সামসুল স্টোর থেকে এক হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) মনোহরদী বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক শাফিয়া আক্তার শিমু। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আসসাদিক জামান। এ ছাড়াও উপজেলা নিরাপাদ খাদ্য পরিদর্শক শাহনেওয়াজ, পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও