মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে তৃণমূল আ’লীগের একক প্রার্থী স্বপন

২৬ জানুয়ারি ২০১৯, ০৭:৪৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪১ পিএম


মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে তৃণমূল আ’লীগের একক প্রার্থী স্বপন
মাহবুবুর রহমান, মনোহরদী প্রতিনিধি
 
নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হলেন নরসিংদী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন।
 
আজ শনিবার সন্ধ্যায় মনোহদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় তৃণমূলের মতামতের ভিত্তিতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নজরুল মজিদ মাহমুদ স্বপনকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া।
 
প্রার্থী বাছাইকে ঘিরে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে উপজেলা সদরে অবস্থান নিতে শুরু করেন। বিকেলে হাজার হাজার নেতাকর্মীরা নজরুল মজিদ স্বপনের পক্ষে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিশাল মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ করেন। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সভায় নেতাকর্মীরা নজরুল মজিদ স্বপনকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন জানান।
 
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। এজন্য তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, তিনি একজন সফল রাজনীতিবিদ। গণমানুষের নেতা। একজন সৎ ও সাদা মনের মানুষ।
 
যার স্বপ্ন কেবলই মনোহরদী উপজেলার মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করে রাখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয়ভাজন হিসেবে নজরুল মজিদ মাহমুদ স্বপন অক্লান্ত পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে মনোহরদী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চান। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বদা অর্থনৈতিক সহযোগীতা করে যাচ্ছেন। রাজনৈতিক নেতাকর্মীসহ উপজেলার সকল জনগণের সমস্যার কথা প্রতিনিয়ত শুনে ব্যবস্থা নিচ্ছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নজরুল মজিদ মাহমুদ স্বপনকে বিজয়ী করতে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় বলেন, নজরুল মজিদ স্বপন মনোহরদী উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে রেখেছেন। নজর রাখছেন সকল সহযোগী সংগঠনের প্রতিও। দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় সভা-সমাবেশসহ গণসংযোগ অব্যাহত রেখেছেন। তাই আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আস্থাভাজন তিনি। সবাই তাকে উপজেলার রাজনৈতিক অভিভাবক হিসেবে শ্রদ্ধা করেন।
 
নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া বলেন, নজরুল মজিদ স্বপন মনোহরদী উপজেলার রাজনীতিতে শক্ত অবস্থানে রয়েছেন। তিনি সফল এবং সুনামের সাথে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।
 
নজরুল মজিদ মাহমুদ স্বপন বলেন, তৃণমূলের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে সমর্থন দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনীত করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি নির্বাচনে সাধারণ ভোটাররা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে উপজেলা বাসীর সেবা করার সুযোগ দেবে।
 
বর্ধিত সভায় পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি লায়ন এম এস ইকবাল আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বেদেনা আক্তারকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও