বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে মনোহরদীতে মানববন্ধন

১০ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম | আপডেট: ০৮ মে ২০২৫, ০৭:৫৫ পিএম


বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে মনোহরদীতে মানববন্ধন

মনোহরদী প্রতিনিধি:

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নূরের শাস্তির দাবিতে নরসিংদীর মনোহরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আল মাহমুদ আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে মনোহরদী বাসষ্ট্যান্ড জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আল মাহমুদ আইডিয়াল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও অন্যান্য মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মুফতি ওয়ালিউল্লার সঞ্চালনায় আল মাহমুদ মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. আনোয়ার শাহ তার বক্তব্যে বলেন, আসাদ নূরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কোন নাস্তিককে প্রকাশ্যে চলাচলের সুযোগ দিলেও তারা সমাজকে বিভ্রান্ত করবে। আসাদ নূর একজন আত্মস্বীকৃত নাস্তিক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক হারুন অর রশিদ, বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মো. ওবাইদুল্লাহ, হাফেজ মাঃমশিউর রহমান, হাফেজ মো. বরকত উল্লাহ, আল খিদমা প্রেসের স্বত্বাধিকারী ওয়ালিউল্লাহ প্রমুখ।



এই বিভাগের আরও