মনোহরদীর শামসুদ্দিন মাস্টার আর নেই

১১ মে ২০২২, ০৭:২১ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম


মনোহরদীর শামসুদ্দিন মাস্টার আর নেই

মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীর বিশিষ্ট শিক্ষানুরাগী, লেখক ও সংগঠক আলহাজ্ব শামসুদ্দিন মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ বুধবার বেলা ১২: ৩০ মিনিটে নরসিংদীর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে মনোহরদী দারুল ইসলাম দাখিল মাদরাসা মাঠে তাঁর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শামসুদ্দিন মনোহরদী দারুল ইসলাম দাখিল মাদরাসা এবং মনোহরদী দারুল ইসলাম কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। সর্বশেষ চন্দনবাড়ী কামিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করেন। মনোহরদীর ইতিহাস ঐতিহ্য নিয়ে তাঁর লেখা একাধিক বই প্রকাশিত হয়েছে।



এই বিভাগের আরও