মনোহরদীতে সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণ

১৯ এপ্রিল ২০২২, ০৪:৫৫ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১০:১৮ এএম


মনোহরদীতে সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণ

মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা ও সামাজিক সচেতনতামূলক ইস্যু (বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে পরিবার পরিকল্পনা হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, জাইকার সহায়তায় প্রশিক্ষণ বাস্তবায়ন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। প্রশিক্ষণে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আনোয়ার অপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জলিল, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকার) প্রতিনিধি মো. মেরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন, আল-আমিন প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।



এই বিভাগের আরও