দীর্ঘ ২১ বছর পর ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

৩০ আগস্ট ২০২০, ০৬:২৯ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম


দীর্ঘ ২১ বছর পর ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদী থানা পুলিশ দীর্ঘ ২১ বছর পর ১০ বছরের সাজাপ্রাপ্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে। রবিবার (৩০ আগস্ট) ভোর ৫ টায় গাজীপুরের কাপাসিয়া থানার খোদা দিয়া থেকে পলাতক আসামি হানিফাকে গ্রেফতার করা হয়।

মাধবদী থানার অফিসার্স ইনচার্জ সৈয়দুজ্জামানের নেতৃত্বে ইন্সপেক্টর (অপারেশন) তানভীর ও এএসআই সোহেল রানা গাজীপুর জেলার কাপাসিয়া থানার খোদা দিয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান জানান, মাধবদীর কান্দা পাড়া গ্রামের শুকুর আলীর পুত্র হানিফা। ১৯৯৮ সালে বিজ্ঞ আদালত তাকে ১০ বছর সাজা ও ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছিল।
সে দীর্ঘ ২১ বছর আত্মগোপনে ছিল। মাধবদী থানা পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজে আজ সফল হয়।



এই বিভাগের আরও