মাধবদীতে প্রশাসনের হস্তক্ষেপে গৃহবন্দী দশা থেকে মুক্তি পেল দুই পরিবার

২৫ জুলাই ২০২০, ১০:৫৭ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০১:০৬ এএম


মাধবদীতে প্রশাসনের হস্তক্ষেপে গৃহবন্দী দশা থেকে মুক্তি পেল দুই পরিবার

মাধবদী প্রতিনিধি:

নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়ার হস্তক্ষেপে গৃহবন্দী দশা থেকে মুক্তি পেলো নূরালাপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের দুটি পরিবার। শনিবার (২৫ জুলাই) সকালে শুনানির পর এ সমস্যার সমাধান করা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্যাটি সম্পর্কে অবগত হয়ে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ সমস্যার সমাধানের নির্দেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১২ সালে নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম এর কাছ থেকে আবু হানিফ খোকন ও কাজল নামে দুই ব্যক্তি ৫.৩৩ শতাংশ জমি ক্রয় করেন। বিক্রিত জমিটি পিছনে থাকায় জমি ক্রয়ের সময় রাস্তার কথা দলিলে উল্লেখ করা হয়। তারা উক্ত জমিতে বসতভিটা তৈরি করে ৫/৬ বছর ধরে বসবাস করে আসছেন। জমি বিক্রেতা সিরাজুল ইসলাম এরই মধ্যে সংলগ্ন জমি তার মেয়ে ও অপর ব্যক্তির নিকট বিক্রি করেন এবং তারাও বাড়ি নির্মাণ করেছেন। তারা বাউন্ডারি ওয়াল তৈরি করায় যাতায়াতের জন্য নির্ধারিত জায়গাটুকুও অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে কখনও দেয়াল টপকে আবার কখনও জলার পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছিল ভুক্তভোগীদের। এতে পরিবার দুটি গৃহবন্দী হয়ে পড়েন।

স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এ সমস্যার প্রতিকার না পেয়ে মাধবদী থানায় অভিযোগ করাসহ ও স্থানীয় সাংবাদিকদের নিকট ঘটনাটি অবহিত করেন ভুক্তভোগী দুই পরিবার। সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন অবহিত হন। পরে জেলা প্রশাসক এ সমস্যার সমাধানের নির্দেশ দেন।   

পরে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া ঘটনাস্থলে গিয়ে বিষয়টির শুনানি করেন। সমস্যার শুনানীর পর সমাধান করা হয়। সকলের মতামতের ভিত্তিতে বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়। আগামী ০৭ দিনের মধ্যে বিকল্প রাস্তা তৈরি করতে সম্মত হয় জমি বিক্রেতা সিরাজুল ইসলাম। এ বিষয়টি দেখভাল করার দায়িত্ব প্রদান করা হয় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে।



এই বিভাগের আরও