মাধবদীতে পাওনা টাকা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

২৬ জুন ২০২০, ০৭:০৫ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১২:৫৯ পিএম


মাধবদীতে পাওনা টাকা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে পাওনা টাকা আদায় করতে সুরুজ মোল্লা (৫৫) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে মতিউর রহমান নামে অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে মাধবদীতে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
শুক্রবার সকালে নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যবসায়ী সুরুজ মোল্লা (৫৫) রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে।

নিহতের স্বজনরা জানান, সুরুজ মোল্লা প্রায় ৩০ বছর ধরে মাধবদীর পাইকারচর এলাকার মতিউর রহমানের সাথে ইট, বালুর ব্যবসা করে আসছিলেন। হঠাৎ করে ব্যবসায় লোকসান দেখা দেয়ায় সুরুজ মোল্লার কাছে ২ লক্ষ টাকা পাওনা হয় মতিউর রহমান। সেই পাওনা টাকা আদায় করতে বৃহস্পতিবার বিকেলে মতিউরের ছেলে রায়হান ৫টি মোটরসাইকেল যোগে প্রায় ১৫ জন লোক নিয়ে সুরুজ মোল্লার নলবাটা গ্রামের বাড়িতে যায়।


এসময় তারা কাজের সাইট দেখানোর কথা বলে সুরুজ মোল্লাকে বাড়ি থেকে নিয়ে আসে। নিয়ে আসার পর সন্ধার আগে পরিবারের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা দাবী করে ওই অপহরণকারীরা। সময়মত টাকা দিতে না পারায় রাতে সুরুজ মোল্লাকে হত্যার পর মাধবদীর একটি প্রাইভেট হাসপাতালে ফেলে রেখে যায়। পরে ওই অপহরণকারীদের দেয়া তথ্য অনুযায়ী স্বজনরা তার মরদেহ পেয়ে মাধবদী থানায় খবর দেয়। পরে থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। শুক্রবার দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।



এই বিভাগের আরও