মাধবদীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

২৩ জুন ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পিএম


মাধবদীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

মাধবদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদী থানা পুলিশ একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য অন্তর (৩৫) কে গ্রেফতার করেছে। সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে মাধবদীস্থ মমতা সিনেমা হলের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্তর মাধবদী পৌরসভার ছোট গদাইরচর মহল্লার বাবুল মিয়ার ছেলে।  

মাধবদী থানার সহকারী উপ পরিদর্শক সঞ্জয় কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মমতা সিনেমা হলের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রুপগন্জ, সোনারগাঁও, কুড়িগ্রাম এর ভুরুঙ্গামারি থানা, ঢাকার আশুলিয়া থানা ও নরসিংদীর মাধবদী থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।



এই বিভাগের আরও