মাধবদীতে রেডজোন এলাকায় পুলিশের তদারকি অব্যাহত

১৭ জুন ২০২০, ০৭:১৩ পিএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম


মাধবদীতে রেডজোন এলাকায় পুলিশের তদারকি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড এর করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ (রেড জোন) এলাকায় পুলিশের তদারকি অব্যাহত রয়েছে। রেডজোন এলাকায় লকডাউন কার্যকর করার শুরু থেকে দিনে ও রাতে তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছে নরসিংদী জেলা পুলিশ।

চলমান লকডাউনের সপ্তম দিন বুধবার (১৭ জুন) মাধবদী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড এর অধিক ঝুঁকিপূর্ণ (রেড জোন) এলাকায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের লক্ষ্যে তদারকি করে জেলা পুলিশ। লকডাউন চলাকালীন জেলা পুলিশ পূর্বের ন্যায় জরুরী সেবা, সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



এই বিভাগের আরও