মাধবদীতে ১ হাজার ৬৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

২৪ আগস্ট ২০১৯, ১০:২৪ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ এএম


মাধবদীতে ১ হাজার ৬৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মাধবদীতে ১ হাজার ৬৭ পিস ইয়াবাসহ প্রীতি আক্তার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ওই নারী মাধবদী থানা এলাকার চি‎হ্নিত মাদক ব্যবসায়ী মাসুমের স্ত্রী।


শুক্রবার (২৩ আগস্ট) মাধবদী থানার টাটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম, বার) এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, মাধবদী এলাকার চি‎হ্নিত মাদক ব্যবসায়ী মাসুম দীর্ঘদিন ধরে সুকৌশলে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এতে তার স্ত্রী প্রীতি আক্তারও জড়িত। শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে টাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুমের স্ত্রী প্রীতি আক্তারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ১ হাজার ৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে।



এই বিভাগের আরও