নরসিংদীতে সড়কে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি রুখতে মাঠে পুলিশ

০৮ আগস্ট ২০১৯, ০৩:২৫ পিএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ এএম


নরসিংদীতে সড়কে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি রুখতে মাঠে পুলিশ

নরসিংদীতে সড়কে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি রুখতে মাঠে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সড়ক-মহাসড়কে যে কোন পরিবহনে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা রুখতে মাঠে নেমেছে পুলিশ। এ লক্ষে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার নিজেই পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার জানান, আমি নরসিংদীতে যোগদানের পর থেকেই এ জেলায় আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ সুপার মাধবদী বাসস্ট্যান্ডে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন দোকানীদের বলেন, কেউ যদি রকম চাঁদাবাজি করে, তা যেন পুলিশকে অবগত করেন। এসব চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি ঈদে বাড়ি ফেরা যাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, এবারের ঈদে ঢাকা থেকে সিলেট-মহাসড়ক বয়ে নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন যাত্রীরা, আবার বাড়ি থেকে কর্মস্থলে ফিরে যাবেন এরই ধারাবাহিকতায় মাঠে রয়েছে জেলা পুলিশ। ঈদে অতিরিক্ত ভাড়া আদায়, গণপরিবহনে কোন চাঁদাবাজি হবে না, সড়কে কোন বিশৃঙ্খলা থাকবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেই সাথে সড়ক পথে চলাচলে নিজেরা সচেতন হয়ে, অপরকেও সচেতন হওয়ার জন্য আহবান জানান তিনি।

এসময় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রউফ, নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখা ও থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন প্রমূখ।



এই বিভাগের আরও