মাধবদীতে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

১১ জানুয়ারি ২০২২, ০৭:১৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম


মাধবদীতে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নর‌সিংদী জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নর‌সিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বেলা ১১টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ৪ প্রতিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় মোট ৩৬ হাজার টাকা প্রশাস‌নিক জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অ‌ভিযা‌নে ‌‌মেয়াদ উত্তীর্ণ কেক, অ‌তি‌রিক্ত ওজ‌নের মি‌ষ্টির প‌্যা‌কেট ধ্বংস করা হয়।

মাধবদী থানা পু‌লিশ ও জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোঃ নাজমুল হক টুটুল অ‌ভিযা‌নে সহায়তা প্রদান ক‌রেন।

অভিযানে ফুলক‌লি সুইটস‌কে খুচরা মূল‌্য উ‌ল্লেখ বিহীন বি‌দেশী পণ‌্য বিক্রয়ের জন‌্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। আল অ‌্যারা‌বিয়ান কেক এন্ড সুইটস‌কে মেয়া‌দোত্তীর্ণ কে‌ক এ শোরুম হ‌তে পুনরায় মেয়াদ প্রদান ও কৃ‌ত্রিম রং মি‌শ্রিত মটর যুক্ত চানাচুর যার মোড়‌কে মি‌শ্রিত রং সম্প‌র্কে কোন ঘোষণা নাই, বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ব‌র্ণিত কেক ধ্বংস করা হয় এবং চানাচুর বিক্রয় না ক‌রে কারখানায় ফেরত পাঠা‌তে নি‌র্দেশ দেয়া হয়।

পিপাসা সুইট‌মিট‌কে অ‌তি‌রিক্ত ওজ‌নের মোড়ক ও হা‌ড়ি ব‌্যবহার করে মি‌ষ্টি বিক্রয় করায় ৮ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ব‌র্ণিত মোড়ক ধ্বংস করা হয় এবং হা‌ড়ির ওজন বাদ দি‌য়ে দই বিক্রয়ের নি‌র্দেশ দেয়া হয়। হা‌লিমা হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট‌কে রাস্তার পা‌শে খোলা অবস্থায় রে‌খে খাদ্রদ্রব‌্য বিক্রয় করায় ৩ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়।

এসময় মাধবদী এলাকার বি‌ভিন্ন ব‌্যবসা প্রতিষ্ঠান প‌রিদর্শন ক‌রে মূল‌্য তা‌লিকা প্রদর্শন, খাদ‌্যদ্রব্যের নিরাপদতা ও প‌ণ্যের গুণগত মান নি‌শ্চি‌তে করনীয় সম্প‌র্কে ব‌্যবসায়ীবৃন্দ‌কে স‌চেতন করা হয় এবং ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক লিফ‌লেট বিতরণ করা হয়। উপ‌স্থিত ভোক্তাসাধারণ‌কে পণ‌্য বা সেবা ক্রয়ে প্রতা‌রিত হ‌লে ভোক্তা অ‌ধিদপ্ত‌রের হটলাইন নম্বর ১৬১২১ এ অ‌ভি‌যোগ জানা‌তে অনু‌রোধ করেন অভিযান পরিচালনাকারীরা।