মাধবদীতে ১০ মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

০২ আগস্ট ২০২১, ০৯:১২ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৫:০৩ এএম


মাধবদীতে ১০ মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে রাজন (৩৪) নামে অস্ত্র মামলাসহ ১০ মামলার আসামীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে নুরালাপুর ইউনিয়নের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজন নওপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান জানান, রাজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মাদক ও তিনটি অস্ত্র মামলাসহ মোট দশটি মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক ও মোঃ মোজাফ্ফর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নওপাড়া এলাকায় অভিযান করে তাকে গ্রেপ্তার করেছে। এসময় তার দখল থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।   



এই বিভাগের আরও