মাধবদীতে বশেমুরকৃবি’র ভিসিকে সংবর্ধনা

৩০ মে ২০২১, ০২:২৬ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ এএম


মাধবদীতে বশেমুরকৃবি’র ভিসিকে সংবর্ধনা

মাধবদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। রোববার (২৯ মে) সন্ধ্যায়  ওই স্কুলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত সোমবার সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: গিয়াসউদ্দীন মিয়াকে ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য নিয়োগ করে। তিনি নরসিংদীর মাধবদীর কৃতি সন্তান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া। মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হারুন অর রশিদ শাহ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ এর সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাইকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ এর দাতা সদস্য মো. মনিরুজ্জামান ভূইয়া, সদস্য মো. জাকির হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ।



এই বিভাগের আরও