সবকিছু ভুলে গিয়ে নৌকার পক্ষে নির্বাচন করার আহ্বান মাধবদী পৌর মেয়রের

১৫ জানুয়ারি ২০২১, ০৭:২৯ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম


সবকিছু ভুলে গিয়ে নৌকার পক্ষে নির্বাচন করার আহ্বান মাধবদী পৌর মেয়রের

মুহাম্মদ মুছা মিয়া:

দলীয় নেতাকর্মীদের সবকিছু ভুলে গিয়ে নৌকার পক্ষে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন আবারও মেয়র পদে আ.লীগ দলীয় মনোনয়নপ্রাপ্ত নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক ।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মাধবদী পৌরসভার হলরুমে মনোনয়ন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এসময় তিনি বলেন, গণতান্ত্রিক দেশে সকলেই মনোনয়ন প্রত্যাশা করার অধিকার রাখে। দল যাকেই মনোনয়ন দিবে সকলে তারই নির্বাচন করা উচিত। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাকেও সবাই ক্ষমা করে দেন। সব কিছু ভুলে গিয়ে আসুন নৌকার পক্ষে নির্বাচন করি।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলী হোসেন শিশিরহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



এই বিভাগের আরও