বেলাবতে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

২৪ জানুয়ারি ২০২৩, ০৭:৪৪ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ এএম


বেলাবতে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেলাব প্রতিনিধি:
“বিয়ের পিঁড়িতে এখনি নয়, বয়স আঠারো হওয়া চাই” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ এর উদ্যোগে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ প্রোগ্রামে উপজেলার ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে বাল্যবিবাহ প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সংস্থাটির দুই প্রোগ্রাম ম্যানেজার মোঃ আরিফুর রহমান, আবুল কালাম মোহাম্মদ আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, চর আমলাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মাসুদ, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তুফা কামাল প্রমূখ।



এই বিভাগের আরও