একটি মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে: শিল্পমন্ত্রী
২৮ মার্চ ২০২১, ০৮:৩৮ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ১০:২১ এএম

নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা সেক্টরে আজ উন্নয়ন হচ্ছে। অথচ আজকে একটি মহল এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। তাদেরকে চিহ্নিত করে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
মন্ত্রী রবিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টায় নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সুবর্ণজয়ন্তীঃ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করায় আয়োজিত উন্নয়ন মেলা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। মসজিদ মন্দির পাশাপাশি রেখে আমরা সকল ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে একসাথে চলতে বিশ্বাসী।
মন্ত্রী ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে বলেন,পাকিস্তানীরা যখন আমাদের স্বাধীনতা ও ভোটাধিকারকে হরণ করতে চেয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা তখন অস্ত্র হাতে নেই। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমরা এদেশ স্বাধীন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অবকাঠামোসহ সব জায়গায় উন্নয়ন হয়েছে। আজকের প্রজন্ম যারা আছে তাদের সজাগ থাকতে হবে, কাজ করতে হবে। সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা উদযাপন অনুষ্ঠানে সরকারের উন্নয়ন তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতœত্তাত্বিক গবেষক ও লেখক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান, বেলাব উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীর, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খাঁন, জেলা পরিষদের সদস্য এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ, বেলাব হোসেন আলী সরকারী কলেজের অধ্যক্ষ বাবু বীরেশ্বর চক্রবর্তী, মহিলা পরিষদ বেলাব শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, বেলাব ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, চরউজিলাব ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজিম উর রউফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শরিফ প্রমূখ।
পরে শিল্পমন্ত্রী উন্নয়ন মেলার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ৪০ টি স্টল পরিদর্শন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন