নরসিংদীতে শিল্পকারখানা পরিদর্শনে কলকারখানা পরিদর্শন কমিটি

১৮ মার্চ ২০১৯, ০৭:৪৭ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম


নরসিংদীতে শিল্পকারখানা পরিদর্শনে কলকারখানা পরিদর্শন কমিটি

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে কারখানা পরিদর্শন করেছেন নরসিংদী কলকারখানা পরিদর্শন কমিটি। জেলা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানভীর মোহাম্মদ আজিম এর নেতৃত্বে কমিটির সদস্যরা নরসিংদীর তিনটি বৃহৎ প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সোমবার (১৮ মার্চ) বিকেলে নরসিংদীর সাহেপ্রতাব এলাকার বিএল এ্যাপারেলস, শীলমান্দির বাগহাটার মাসকো এক্সপোর্ট লি: এবং পাঁচদোনার ভাটপাড়ার ক্রোমা টেক্সটাইল লিমিটেড পরিদর্শন করেন।


কারখানা তিনটি পরিদর্শনকালে বিভিন্ন কাগজপত্র দেখতে চান পরিদর্শক দল। এসময় কারখানা কর্তৃপক্ষের অনুরোধে একদিনের সময় নিয়ে কাগজপত্র দেখানোর অনুরোধ জানান কারখানা কর্তৃপক্ষ। তাদের অনুরোধের প্রেক্ষিতে এসময়ের মধ্যে নিয়মানুযায়ী প্রয়োজনীয় সকল প্রকার কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে বা কোন প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিদর্শন কমিটির আহবাক তানভীর মোহাম্মদ আজিম। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম জামেরী হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো: শাহ আলম মিয়া, পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা পরিদর্শন কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও