শেখেরচর-বাবুরহাট পাইকারী কাপড়ের বাজার পরিদর্শনে জেলা প্রশাসক

১৫ আগস্ট ২০২৪, ০৬:৪৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পিএম


শেখেরচর-বাবুরহাট পাইকারী কাপড়ের বাজার পরিদর্শনে জেলা প্রশাসক

মাধবদী প্রতিনিধি:
দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাট পরিদর্শন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল ফাহিম মাহমুদসহ ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে তিনি বাজার পরিদর্শন করেন।

এসময় তিনি বাজারের ব্যবসায়ীদের সার্বিক পরিবেশ পরিস্থিতির খোঁজখবর নেয়াসহ তাদের সাথে কথা বলেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, উপদেষ্টা ও আমানত শাহ গ্রুপের এমডি মোঃ হেলাল মিয়া, ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভূইয়া, পরিচালক মোঃ কাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন রহমান, মোঃ মোতালিব হোসেন, পরেশ সূত্র ধর, এনামুল হক মনির, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, হাসিব আহমেদ মোল্লা, আসাদুজ্জামান, আলিফ সুঙ্গির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম সুমন প্রমূখ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আতংকিত হয়ে পড়া ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারেননি। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতেই বাজার পরিদর্শনে যান জেলা প্রশাসক।



এই বিভাগের আরও