সুপারির খোলে নতুন উদ্ভাবন ইমরানের
২০ ডিসেম্বর ২০১৮, ০১:০৮ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
                    
                                            সুপারির খোল দিয়ে পরিবেশবান্ধব বাসন তৈরি করছেন খুলনার মো. ইমরান হোসেন।
তৈরি করছেন ট্রে, প্লেট ও বাটির মতো নানারকম তৈজসপত্র। সুপারি খোলের এসব তৈজসপত্র ঢাকার কয়েকটি কোম্পানিসহ জাপানে রফতানি হচ্ছে।
খুলনার ছেলে হলেও মো. ইমরান হোসেনের জন্ম টাঙ্গাইলে। বাবার সরকারি চাকরির সুবাদে খুলনায় থাকছেন তিনি।
সুপারির খোল দিয়ে পণ্য তৈরির অভিনব চিন্তা মাথায় কী করে এলো সেই প্রশ্নে ইমরান হোসেন জানান, ২০১৬ সালে ভারতের তামিলনাড়ুতে গিয়ে সুপারির খোলের এমন বাসন-কোসনের ব্যবহার দেখে অভিভূত হন।
দেশে ফিরেই এ কাজে মনোনিবেশ করেন। এর জন্য তিনি ২০১৭ সালে তামিলনাড়ু থেকে বাসন তৈরির মেশিনও কিনে আনেন।
তবে কাজটি এত সহজে হয়ে যায়নি বলে জানান ইমরান।
ঢাকায় স্নাতক ও কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৯ বছর ধরে চাকরিও করেন তিনি।
হঠাৎ তার চিন্তায় চলে আসে যে, তিনি অন্যের চাকরি না করে বরং অন্যকে চাকরি দেবেন।
যা ভাবা তাই কাজ। সুপারির জন্য বিখ্যাত পিরোজপুর ও বাগেরহাটে খোঁজ নিতে থাকেন ইমরান। সেখান থেকে সুপারির খোল সংগ্রহ করতে থাকেন।
তামিলনাড়ু থেকে আনা বাসন তৈরির মেশিন দিয়ে ২০১৭ সালে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা নামক গ্রামে বাসন তৈরির কারখানা স্থাপন করেন।
এর আগে মাঠপর্যায়ে জরিপ করেন তিনি। সুপারির খোলের বাসনকে মানুষ কীভাবে গ্রহণ করবে সে বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
তার এ প্রোজেক্টে কাছের এক বড় ভাই বিনিয়োগ করেন বলে জানান ইমরান।
সেই টাকা দিয়েই প্রোডাকশনের কাজে হাত দেন তিনি। ইমরানের কারখানায় এখন তার সঙ্গে নিয়মিত কাজ করছেন ৪-৫ জন। পার্ট টাইমার হিসেবে রয়েছেন আরও ৪-৫ জন।
ব্যবসা কেমন চলছে ইমরানের?
তিনি জানান, ‘ফ্যাক্টরি বড় করার কাজ শুরু করেছি। অনলাইন মার্কেটিং ও পরিচিতদের মধ্যে মার্কেটিং করছি। আগামীতে অনেক দূর যেতে চাই। পরিবেশবান্ধব আরও কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব। দেশে ও দেশের বাইরের মার্কেটে কাজ করতে চাই।’
সুপারির খোলের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে নতুনদের এ ব্যবসায় আসতে উদ্বুদ্ধ করছেন ইমরান হোসেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
বিষয় : business
- রায়পুরায় স্কুল শিক্ষিকাকে আবেগঘন বিদায় দিল গ্রামবাসী
 - জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
 - রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
 - ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
 - রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
 - নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
 - নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
 - দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
 - হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
 - এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
 
- রায়পুরায় স্কুল শিক্ষিকাকে আবেগঘন বিদায় দিল গ্রামবাসী
 - জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
 - রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
 - ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
 - রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
 - নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
 - নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
 - দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
 - হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
 - এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান