শিবপুরে ধান কাটা ও মাড়াই মেশিন হস্তান্তর

২২ এপ্রিল ২০২০, ০৩:৪৪ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ০১:১৬ পিএম


শিবপুরে ধান কাটা ও মাড়াই মেশিন হস্তান্তর

এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে ২০১৯-২০ অর্থবছরের বাজটেরে আওতায় ভর্তুকি মূল্যে পাওয়া একটি পাকা ধান কাটার ও মাড়াই মেশিন হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মেশিনটি সৈয়দ নগর গ্রামের কৃষক আরিফ ভূঞার নিকট হস্তান্তর করা হয়।


শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের সহযোগিতায় উপজেলায় দুটি ধান কাটা ও মাড়াই মেশিন বরাদ্ধ পাওয়া গেছে। যার মধ্যে ২৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের একটি মেশিন উপজেলা পরিষদ মাঠে কৃষক আরিফ এর নিকট হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশদি খান।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বীন সাদেক, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হুমায়ুন কবীর জানান, এ মেশিনটি দিয়ে কৃষক ধান কাটা, মাড়াই ও মাড়াই করতে শ্রমিক কম লাগবে এবং কম খরচে কৃষক তার ধান ঘরে তুলতে পারবেন। অন্যান্য উপজেলায় একটি মেশিন পাওয়া গেলেও আমাদের মাননীয় এমপির সহযোগতিায় আমরা দুটি মেশিন পেয়েছি। একটি মেশিন আজ হস্তান্তর করা হয়েছে। বাকি একটি মেশিন কয়েক দিনের মধ্যে পাওয়া গেলে হস্তান্তর করা হবে। ধান কাটা ও মাড়াইয়ের কম্বাইন হারভেষ্টার মেশিনে সরকার ১৪ লাখ টাকা ভর্তুকি দেয় এবং বাকি টাকা কৃষক আরিফ ভূইয়া দিয়েছেন। এই মেশিন ভাড়ায় নিয়ে কৃষকরা তাদের ধান কাটতে পারবেন।



এই বিভাগের আরও