জেনে নিন প্রতারক চেনার সহজ ১০টি উপায়...

১৭ জুলাই ২০২০, ০২:১৪ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম


জেনে নিন প্রতারক চেনার সহজ ১০টি উপায়...

জীবনযাপন ডেস্ক:

নিজ স্বার্থ সিদ্ধির জন্যই বেশিরভাগ মানুষ মূলত প্রতারণা করে থাকে। আর প্রতারণা করার অন্যতম কৌশল হলো মিথ্যা বলা। সহজেই জেনে নিন প্রতারক চেনার ১০টি উপায়...

  1. প্রতারক ব্যক্তিরা বেশি কথা বলে। নিজের ঢোল নিজেই পেটাই অর্থাৎ সততা ও সত্যবাদিতা জাহির করা।
  2. কথায় কথায় শপথ ও কসম করে। সেই সঙ্গে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা ও আকুতি মিনতিও করে থাকে। এক্ষেত্রে তারা নিজের দু:খের কথা বলে মানুষের কাছে সহানুভূতি আদায় করার চেষ্টা করে।
  3. অন্যের দুঃখে হা-হুতাশ করে কৃত্রিম সহানুভূতি প্রকাশ করে। উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা কথা বলে ও প্রচার করে।
  4. দ্বিমুখী ভূমিকা ও আচরণ করে। নিজে অন্যের কাছে ভালো সেজে আরেকজনের বিরুদ্ধে কথা বলে।
  5. সাময়িকভাবে নিজের সন্তানের চেয়ে অন্যদের কিংবা বাচ্চাদের চেয়ে বড়দের প্রতি বেশি যত্নবান হয়। দেখানো ভালোবাসা ও সেবাযত্নে এরা বেশি পারদর্শী হয়ে থাকে।
  6. প্রতারক ব্যক্তিরা অল্পেই রেগে যেতে পারেন। আবার স্বেচ্ছায় তা ভুলে ভালো ব্যবহার দিয়ে সবার মন জুগিয়ে চলার চেষ্টা করেন।
  7. প্রতারক ব্যক্তিরা মানুষের উপকারের চেয়ে পটানোর কাজে বেশি মনোযোগী হয়।
  8. একবার কোনো উপকার করলে তার বিনিময়ে অনেক বড় কিছু আদায়ের প্রচেষ্টায় যথাসাধ্য চেষ্টা করে।
  9. ভুল করে বারবার ক্ষমা চাওয়া, বিশ্বাস ভঙ্গ করা ও ব্ল্যাকমেইল করা প্রতারক ব্যক্তির আচরণগত আরেকটি বৈশিষ্ট্য।
  10. ব্যবসায়ী, ডাক্তার, রাজনীতিবিদ যাদেরকেই প্রয়োজন ছাড়া অতিরিক্ত বকবক করতে দেখবেন, তাদের থেকে দূরে থাকবেন। যারা সত্যিকার কাজের, তারা শুধু সংশ্লিষ্ট কাজ সম্পর্কিত কথাই বলে থাকেন।

বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও