উন্নয়ন মেলায় নরসিংদী জেলা প্রশাসনের “জব কর্নার”: চাকুরি পেলেন আরো ৫০ জন
১৬ মে ২০১৯, ০৫:২৯ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১২:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় স্থাপিত “জব কর্নার” এর মাধ্যমে চাকুরিপ্রাপ্ত আরও ৫০ জনের মাঝে আনুষ্ঠানিক নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাকুরিপ্রাপ্ত ৫০ জন ব্যক্তির মাঝে নিয়োগপত্র প্রদান করেন। এ নিয়ে জব কর্নারের মাধ্যমে চাকুরি প্রাপ্ত হলেন ৩১৯ জন।
জেলা প্রশাসন ও চাকুরিপ্রাপ্তরা জানান, চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮-তে জেলা প্রশাসন নরসিংদী এর একটি অন্যতম প্রয়াস ছিলো ‘জব কর্ণার’ স্থাপন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের স্বীয় চিন্তাপ্রসূত এইজব কর্নারের মূল ল্য ছিলো শিল্প অধ্যুষিত নরসিংদী জেলায় বেকারত্বের হার কমানো। উন্নয়ন মেলার সমাপনী দিনেই জেলা প্রশাসক চেম্বার অব কমার্স, নরসিংদীর সহযোগিতায় ১২জন চাকুরী প্রত্যাশীকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিয়োগপত্র হস্তান্তর করেন।
এরই ধারাবাহিকতায় উন্নয়ন মেলায় জব কর্নার হতে সংগৃহীত সিভির মধ্য থেকে যোগ্যতা অনুযায়ী যাচাই-বাছাই পূর্বক ২১১ জনকে প্রাণ আরএফএল গ্রপ প্রাথমিকভাবে নিয়োগ প্রদান করে। প্রায় তিনমাস পর নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা চাকুরির প্রাথমিক ধাপ (শিানবিশকাল) সফলভাবে সম্পন্ন করায় ২১১ জন প্রার্থীকেই গত ১৭ ফেব্রুয়ারি ২০১৯ প্রাণ আরএফএল পাবলিক স্কুলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
পরবর্তীতে আরও ১১টি শিল্প প্রতিষ্ঠানের কর্নধারগণের সাথে আলোচনাপ্রসূত ফলাফল হিসেবে আরও ৯৬জন সহ এ পর্যন্ত মোট ৩১৯জন কে চাকুরি প্রদান করা হয়েছে।
এই জব কর্নারের মাধ্যমে ঘোড়াশালস্থ প্রাণ কোম্পানীতে চাকুরি পাওয়া রাকিব চৌধুরী ও ফাহমিদা ইয়াসমিন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নরসিংদী টাইমসকে বলেন, নরসিংদী জেলা প্রশাসকের উন্নয়ন মেলায় জব কর্নারের মাধ্যমে কাগজ জমা নিয়ে চাকুরি পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। এটা আমাদের জীবনের প্রথম চাকুরি। মহতি এ উদ্যোগের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে তারা এই উদ্যোগটি অব্যাহত রাখার অনুরোধ জানান। পাশাপাশি চাকুরিদাতা প্রতিষ্ঠান প্রাণ আরএফএল কোম্পানীকেও ধন্যবাদ জানান তারা।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগ ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানসমূহের এই সহযোগিতা অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। প্রতি বছর আয়োজিত উন্নয়ন মেলা তথা এ সংক্রান্ত জাতীয় আয়োজনে এই “জব কর্নার” স্থাপিত হবে এবং নরসিংদীতে যারা যোগ্য প্রার্থী আছেন তাদেরকে চাকুরী প্রদান করা হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন মেলার পাশাপাশি প্রয়োজনে আলাদাভাবে “জব ফেয়ার” আয়োজনের মাধ্যমেও প্রত্যাশী ও যোগ্য প্রার্থীদের চাকুরি দেওয়া হবে। উদ্যোগটিকে টেকসই করার ল্েয ইতোমধ্যেই একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে চাকুরি প্রার্থীরা সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।
উল্লেখ্য যে, ইতোমধ্যেই এই উদ্যোগটি সমগ্র দেশের জেলা প্রশাসনে সমাদৃত হয়েছে এবং এই উদ্যোগ গ্রহণে কক্সবাজার এবং যশোর জেলা প্রশাসনকে উদ্বুদ্ধ করেছে এবং তারা সেই ল্েয কাজ শুরু করেছে।
বিভাগ : চাকরি
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত
- ৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কমবেশি হতে পারে: এড. মোয়াজ্জেম হোসেন হেলাল
- রায়পুরায় ৭ বছর পর নদী খননের মাটি বিক্রির নিলাম, বিপাকে কৃষকরা
- মনোহরদীতে 'ধর্ষণের শিকার' নারী জন্ম দিল সন্তান, কারাগারে প্রতিবেশি বৃদ্ধ
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত
- ৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কমবেশি হতে পারে: এড. মোয়াজ্জেম হোসেন হেলাল
- রায়পুরায় ৭ বছর পর নদী খননের মাটি বিক্রির নিলাম, বিপাকে কৃষকরা
- মনোহরদীতে 'ধর্ষণের শিকার' নারী জন্ম দিল সন্তান, কারাগারে প্রতিবেশি বৃদ্ধ