মিথ্যা খবর: বিকাশ অ্যাকাউন্ট থাকলেই ঢুকবে ৪০০০ টাকা!

২৭ জুলাই ২০২০, ০৪:৫২ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম


মিথ্যা খবর: বিকাশ অ্যাকাউন্ট থাকলেই ঢুকবে ৪০০০ টাকা!
ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

বাংলাদেশ ব্যাংক ঈদ উপলক্ষে প্রত্যেক বিকাশ অ্যাকাউন্টে দিচ্ছে ৪০০০ টাকা বোনাস! কয়েকটি ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ ব্যাংক ও বিকাশের লোগো ব্যবহার করে এসব প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। সোমবার (২৭ জুলাই) এক বিবৃতি এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, কতিপয় ফেসবুক প্রোফাইলে বিকাশ ওয়েব অ্যাড্রেসের লিংক উল্লেখ করে একটি পোস্টের অপপ্রচার করা হয়েছে। এতে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক প্রত্যেক বিকাশ অ্যাকাউন্টে আসন্ন ঈদ উপলক্ষে ৪ হাজার টাকা করে বোনাস দিচ্ছে। উক্ত পোস্টে বাংলাদেশ সরকার ও বিকাশের লোগো ব্যবহার করা হয়েছে। এ ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।



এই বিভাগের আরও