করোনাকালেও থেমে নেই হ্যাকাররা, আক্রান্ত ১০ লাখ ওয়েবসাইট

০৯ জুন ২০২০, ১২:৩৪ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০১:০৫ পিএম


করোনাকালেও থেমে নেই হ্যাকাররা, আক্রান্ত ১০ লাখ ওয়েবসাইট

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে স্থবির গোটা দুনিয়া। ঘরবন্দী বিশ্ববাসী। তবে ঘরে বসেও থেমে নেই হ্যাকারদের অপতৎপরতা। করোনার মধ্যে গত দুই মাসে ১০ লাখেরও বেশি ওয়েবসাইটে হামলা চালিয়েছে তারা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় লাখখানেক সাইট আক্রান্ত হয়েছে। কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার ও সাইবার থ্রেট অ্যানালিস্ট রাম গাল এক ব্লগ পোস্টে জানিয়েছে, হামলার শিকার সাইটগুলোর প্রায় সব কটিই জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ‘ওয়াডপ্রেস’-এ তৈরি।

ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন ওয়াডফেন্সের ভাষ্য হচ্ছে, তারা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ১৩ লাখ সাইটে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। প্রতিটি সাইটে গড়ে শতাধিকবার হামলা হয়েছে। জানা যায়, এ হামলার মূল লক্ষ্য ডেটাবেজের নিয়ন্ত্রণ নেয়া। হ্যাকাররা প্রথমে সাইটের wp-config.php ফাইলটি নেয়ার চেষ্টা করে। এ ফাইলটিতে সাইট ও ডেটাবেজের সংযোগ সংক্রান্ত তথ্য এবং পাসওয়ার্ড থাকে। এটি নিয়ে নিতে পারলে হ্যাকারদের কাজ সহজ হয়ে যায়।



এই বিভাগের আরও