সাইবার সচেতনতায় আপনার সংগঠন

২০ ডিসেম্বর ২০২০, ০৩:২৪ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ এএম


সাইবার সচেতনতায় আপনার সংগঠন

প্রেস বিজ্ঞপ্তি:
সাইবার অপরাধ সচেতনতায় দেশের তৃণমূল পর্যায়ের সামাজিক সংগঠন, স্থানীয় পত্রিকা, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেবে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)। দেশব্যাপী নিরাপদ ইন্টারনেট পরিবেশ তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

এসব সংগঠন/প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বিভিন্ন পরামর্শমূলক কনটেন্ট বিনামূল্যে সরবরাহ করবে সিসিএ ফাউন্ডেশন। এসব কনটেন্ট ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো নিজস্ব উদ্যোগে সাইবার সচেতনতামূলক কর্মসূচি প্রণয়ন করতে পারবে। আগ্রহী সংগঠক/প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। নিবন্ধনের ওয়েব ঠিকানা: https://shorturl.at/cghGP   

 



এই বিভাগের আরও