বিজয় দিবস উপলক্ষে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

১৪ ডিসেম্বর ২০২০, ১০:৪৮ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ০৩:৫৩ পিএম


বিজয় দিবস উপলক্ষে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ফোন রিসিভ করলে শোনা যাবে— ‘আমি শেখ হাসিনা বলছি, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমেক জানান, আমরা সব সময়ই এ ধরনের উদ্যোগ নিই। এবার প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ দিয়েছি। দেশের সব মোবাইল ফোন (সচল সংযোগ) ব্যবহারকারী পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর স্বকণ্ঠের শুভেচ্ছা বার্তা পাবেন।

তিনি জানান, দেশের সব মোবাইল অপারেটরই তার গ্রাহককে এই মেসেজ পাঠাবে। ১৩ ডিসেম্বর থেকে মোবাইল ফোনে ভয়েস মেসেজ পাঠানো শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত এটা চলমান থাকবে। অপারেটরগুলোর এত মেসেজ একসঙ্গে পাঠানোর সক্ষমতা না থাকায় কয়েকদিনে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। তিনি নিজেও গ্রামীণফোন ও টেলিটক থেকে এই মেসেজ পেয়েছেন বলে জানান। ভয়েস মেসেজটি ৪৯ সেকেন্ডের।



এই বিভাগের আরও