১০ মে খুলবে দোকানপাট, শপিংমল

০৪ মে ২০২০, ০৯:০৬ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০১:১৭ এএম


১০ মে খুলবে দোকানপাট, শপিংমল
ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক:

পবিত্র রমজান এবং ঈদুল ফিতর সামনে রেখে সীমিত পরিসরে দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (০৪ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে (রোববার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত পরিসরে দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে।

এর আগে দুপুরে ব্যবসা-প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় সরকার। রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান খোলা রাখা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, কেনাবেচার সময় সামাজিক (পারস্পরিক) দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও