বাণিজ্য মেলায় প্রবেশ ও বের হবেন যেভাবে
৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:৩০ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক:
২০২০ সালের প্রধম দিন থেকেই শুরু হচ্ছে আন্তর্জান্তিক বাণিজ্য মেলা। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিমে খোলা জায়গায় এ মেলা শুরু হবে। দর্শনার্থীদের সঠিক পথে ও সুষ্ঠুভাবে গমনাগমনের জন্য পুলিশের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। রোববার ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, মেলায় দেশি-বিদেশিসহ প্রচুর লোকের সমাগম হয়। ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে লোকজন যানবাহনযোগে মেলা উপভোগের উদ্দেশ্যে আসেন। সুশৃঙ্খল যানবাহন পার্কিং-বেরসহ মেলা উপলক্ষে আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
যেখানে গাড়ি পার্কিং করবেন:
(১). এক নম্বর পার্কিং: (ডিআইটিএফ-২০২০-এর ভিআইপি গেট থেকে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা)। (২). দুই নম্বর পার্কিং: (ডিআইটিএফ-২০২০-এর ০২ নং গেট সংলগ্ন খালি জায়গা)। (৩). তিন নম্বর পার্কিং. (র্যাব-২ অফিসের বিপরীত কলোনী মাঠ)। (৪). চার নম্বর পার্কিং: (র্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনী মাঠ)। (৫). পাঁচ নম্বর পার্কিং: (জি টাইপ কলোনী মাঠ)। (৬) মোটরসাইকেল পার্কিং: (বিআইসিসি এর পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, মেলা ‘ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভেতরে ফাঁকা জায়গা)।
মেলায় প্রবেশ করবেন যেভাবে:
(১). যেসব দর্শনার্থী যানবাহন নিয়ে ধানমন্ডি-নিউমার্কেট এর দিক থেকে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা/শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ, নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করবেন এবং ২ নম্বর পার্কিং ব্যবহার করবেন।
(২). যেসব দর্শনার্থী যানবাহন নিয়ে গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনী কলোনী মাঠে (৩ নম্বর পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে হবে।
(৩). যেসব দর্শনার্থী যানবাহন নিয়ে পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা আগারগাঁও লাইটক্রসিং ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে র্যাব-২ অফিস এর বিপরীত কলোনী মাঠ (৩নং পার্কিং) এর পাশের মাঠে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে (৪নং পার্কিং) ও (৫ নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করবেন।
(৪). যেসব দর্শনার্থী যানবাহন নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলায় আসবেন, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও পরিকল্পনা কমিশন এর মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করবেন এবং ১নং পার্কিং ব্যবহার করবেন।
(৫). মোটরসাইকেল নিয়ে যারা মেলায় আসবেন তারা বিআইসিসি এর পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, ‘ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভেতর ফাঁকা জায়গায় পার্ক করে মেলায় প্রবেশ করবেন। হেলমেট নিজ হেফাজতে রাখবেন।
(৬). মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ‘ফি’ এর বিনিময়ে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকবে এবং যানবাহন নিয়ে আগত সবাইকে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হয়েছে। পার্কিং এলাকায় গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখবেন।
মেলা থেকে বের হবেন যেভাবে:
(১). মেলার ১নং পার্কিং থেকে বের হওয়ার ক্ষেত্রে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরেবাংলা নগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণীতে প্রবেশ করবেন।
(২). ২ নং পার্কিং থেকে বের হওয়ার সময় গণভবন স্কুল ক্রসিং থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোডে প্রবেশ করবেন।
(৩). ৩, ৪ এবং ৫নং পার্কিং থেকে বের হওয়ার সময় শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণী উভয় রাস্তায় প্রবেশ করতে পারবেন।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
- রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী গ্রেপ্তার
- হত্যা মামলায় কারাগারে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক
- শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা: আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
- রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী গ্রেপ্তার
- হত্যা মামলায় কারাগারে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক
- শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা: আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার