মাধবদী পৌরসভার ৮৪ কোটি ৮৬ লাখ টাকার বাজেট ঘোষণা

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫১ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ এএম


মাধবদী পৌরসভার ৮৪ কোটি ৮৬ লাখ টাকার বাজেট ঘোষণা

মাধবদী প্রতিনিধিঃ  

নরসিংদীর মাধবদী পৌরসভার ২০১৯-২০ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) পৌরসভার হলরুমে  ৮৪,৮৬,৬৪,৯৫২ টাকার বাজেট ঘোষণা করেন মাধবদী পৌর মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।

২০১৯-২০ অর্থ বছরের বাজেট বরাদ্ধ রাখা হয়েছে সড়ক উন্নয়ন, পয়ঃপ্রণালী নিস্কাশন, ড্রেনেজ, হাট-বাজার, মশা নিধন ও বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়নের উপর। বাজেট সভায় মেয়র মানিক বলেন, আমি নির্বাচনের সময় যে সকল ওয়াদা করেছিলাম সে সকল ওয়াদা পূরণ করব ইনশাআল্লাহ। মাধবদীবাসীর কাছে আমি ধৈর্য্য ও সময় চাচ্ছি ।

বাজেট অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার সচিব কাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, পৌর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন মাধবদী হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক হেকিম মোল্লা, মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলীসহ মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকগণ, মাধবদী পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌর এলাকার ব্যবসায়ী, শিক্ষক, চাকুরিজীবি সুধীজন, পৌর কর্মকর্তাবৃন্দ।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও