এসপি হারুনকে ভীষণভাবে পছন্দ করতেন সেলিম ওসমান
১৩ নভেম্বর ২০১৯, ০৫:২৮ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১২ এএম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সদ্য বদলি হওয়া নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান বলেছেন, “ব্যক্তিগতভাবে আমি তাকে (এসপি হারুন) ভীষণভাবে পছন্দ করতাম। তিনিও আমাকে খুব পছন্দ করতেন। আমরা একে অপরের প্রশংসা করতাম। কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেল; পুলিশ মানেই ভীতিকর একটা অবস্থা কিন্তু পুলিশ মানে হচ্ছে জনগণের বন্ধু।”
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় আমন্ত্রণ কনভেনশন সেন্টারে নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে ২০১৯-২০২০ বর্ষের করদাতাদের সম্মাননা প্রদান ও আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরও বলেন, “নারায়ণগঞ্জের এক উত্তেজনাকর পরিস্থিতিতে একটি উদাহরণ দিয়ে বলেছিলাম যে, ‘পুলিশ চাইলে বাসরঘরেও ঢুকতে পারে।’ কিন্তু পুলিশকে বুঝতে হবে যে এটা ঠিক কি না!”
কর দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সেলিম ওসমান বলেন, “আমরা যদি হিসাব ও নিয়মানুযায়ী ট্যাক্স দেই, আমরা দেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যাব। তারজন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। ঠিক যেভাবে আল্লাহ তায়ালা মানুষকে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন।”
নারায়ণগঞ্জের ‘শ্রেষ্ঠ তরুণ করদাতা’ হিসেবে সাংসদ সেলিম ওসমানের ভাতিজা ও সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ‘শ্রেষ্ঠ নারী করদাতা’ হিসেবে নাসরীন ওসমান পুরস্কার পেয়েছেন।
প্রায় ৮০০ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে ২০১৯-২০২০ কর বর্ষের আয়কর মেলার উদ্বোধন করা হয়। এবার নতুন করে ১৫ হাজার করদাতা সৃষ্টি ও ১ লাখ ৪৭ হাজার ইটিআইএন করদাতা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে ৭০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৫৭২ কোটি ২৯ লাখ টাকা আদায় করা হয়। রিটার্ন দাখিলের সংখ্যা ছিলো ৪৬ হাজার ৫০০ জন। দীর্ঘমেয়াদী ও সর্বোচ্চ করদাতাদের মধ্যে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ২১ জনকে সন্মাননা প্রদান করা হয়।
কর মেলা চলবে ১৪ থেকে ১৭ নভেম্বর। ১৬ থেকে ১৯ নভেম্বর মুন্সীগঞ্জ জেলার শিল্পকলা একাডেমীতে, ১৭ থেকে ১৮ নভেম্বর রূপগঞ্জ আয়কর অফিস প্রাঙ্গণে এবং ১৯ থেকে ২০ নভেম্বর সোনারগাঁ উপজেলায় আয়কর অফিসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর মেলা চলবে।
বিভাগ : বাংলাদেশ
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন