আজ আ’লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী

২৪ আগস্ট ২০১৯, ১১:২১ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম


আজ আ’লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী
ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

আজ শনিবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী  ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মা আইভি রহমানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী।

দিনটি স্মরণে আইভি রহমানের পরিবার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নিয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান।

আজ শনিবার সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। একই দিন বাদ আছর পরিবারের পক্ষ থেকে আইভি কনকর্ড টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এছাড়া আইভি রহমানের বাড়ি ভৈরবেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হবে তার মৃত্যুবার্ষিকী।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও