যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:৫০ পিএম


যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ
ফাইল ছবি।

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ করা হয়েছে। অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনই ইয়েমেনি, একজন অন্য দেশের নাগরিক। অপহরণকারীরা এই ৫ কর্মীর জন্য মুক্তিপণ এবং কারাবন্দি কয়েক জঙ্গির মু্ক্তি চেয়েছে বলেও জানা গেছে। মাঠ পর্যায়ের কাজ শেষে এডেনে ফেরার পথে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার আবিয়ান থেকে এ ৫ জনকে ধরে নিয়ে যাওয়া হয় বলে পরদিন ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি নিশ্চিত করেন। তাদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে জাতিসংঘ।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জাতিসংঘের এই কর্মীদের কারা অপহরণ করতে পারে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে সে বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। তবে ইয়েমেনি কর্মকর্তারা এই অপহরণের জন্য আল-কায়েদা জঙ্গিদের সন্দেহ করছেন বলে জানিয়েছে গার্ডিয়ান।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও