করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ৪৯০
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৫ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০৫:৫৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসে একদিনেই আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হলো। মঙ্গলবার চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৮৮৭ জন। এর ফলে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৪ হাজার ৩২৪ জনে।
প্রায় এক মাস আগে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে প্রথমদিকে কেবল চীনেই মৃত্যু ঘটনা ঘটেছিল। কিন্তু গত এক সপ্তাহে চীনের চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এর কয়েক দিন আগে ফিলিপাইনে মারা যান উহান ফেরত আরও একজন।
এদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা প্রমোদতরীতে এখন পর্যন্ত অন্তত ১০ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও প্রমোদতরীর সব যাত্রীর পরীক্ষা করা সম্ভব হয়নি। প্রমোদতরীটিতে মোট যাত্রীর সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০।
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনও করোনাভাইরাসকে মহামারী বলা যাবে না। সংস্থাটির বৈশ্বিক সংক্রামক ঝুঁকি প্রস্তুতির প্রধান সাইলভি ব্রায়ান্ড বলেন, চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিকে এখনই মহামারী বলা যাবে না। একই সঙ্গে করোনাভাইরাস নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে সেগুলো প্রতিরোধের ওপরও গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়তে থাকে প্রাণঘাতী এই ভাইরাসটি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় অনেকটাই একঘরে হয়ে পড়েছে চীন।
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপাইরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে। পরিণতিতে ঘটতে পারে মৃত্যু।
বিভাগ : বিশ্ব
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন