শেষ ম্যাচে ভারতকে হারাতে পারবে বাংলাদেশ: কোচ ডোমিঙ্গো
০৯ নভেম্বর ২০১৯, ০৮:৪৫ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:২৭ এএম

টাইমস স্পোর্টস ডেস্ক:
ভারতের মাটিতে হওয়া খেলায় ভারতকে হারানোর দারুণ কীর্তি গড়েছিল বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে। দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে দুর্দান্ত শুরু হয়েছিল তাদের। কিন্তু কিছু ভুলে শেষটা হয়েছে ব্যর্থতায়। তাতে আত্মবিশ্বাসে চিড় ধরেনি ক্রিকেটারদের মনে। কোচ রাসেল ডোমিঙ্গোর বিশ্বাস, রবিবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ভারতকে পুনরায় হারাতে পারবে বাংলাদেশ।
নাগপুরে শেষ টি-টোয়েন্টিতে বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে ৭ উইকেটে প্রথম ম্যাচ জয়ের স্মৃতি। টানা ৮ ম্যাচ হারের পর প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতকে হারায় তারা। স্বাগতিকদের অনভিজ্ঞ বোলিং লাইনআপের বিরুদ্ধে ব্যাটসম্যানরা তাদের সাধ্যমতো খেললে জেতা সম্ভব মনে করছেন দক্ষিণ আফ্রিকান কোচ।
ঘরের মাঠে ভারত অদম্য, তাই স্বাগতিকদের ফেভারিট মানছেন ডোমিঙ্গো। কিন্তু বাংলাদেশকে নিয়েও সম্ভাবনা দেখছেন তিনি প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের কারণে, প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স ছিল এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থায় ছিলাম আমরা, কিন্তু ব্যাটিংয়ে সম্ভবত কিছু ভুল হয়েছিল। তবে আমরা যদি ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের সম্ভাবনা অনুযায়ী খেলতে পারি তবে ভারতকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে পারবো। এমনকি হারাতেও পারবো।
এজন্য ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণকে চাপে রাখতে হবে বললেন বাংলাদেশ কোচ, এটা আর গোপন নেই যে তাদের বোলিং আক্রমণ কিছুটা অনভিজ্ঞ। যদি ভালোভাবে ব্যাট করতে পারি এবং কৌশল কাজে লাগাতে পারি তাহলে তাদের বোলিং আক্রমণ চাপে থাকবে। হ্যাঁ, তারা ভালো দল। কিন্তু আমরা আমাদের সেরা ব্যাটিং করতে পারলে তাদের বোলারদের চাপে রাখা সম্ভব।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে শেষবার নাগপুরে এসেছিলেন ডোমিঙ্গো। তৃতীয় টেস্টে মাত্র আড়াই দিনে হার মানে তার দল, ভারতীয় স্পিনাররা আদায় করে তাদের ২০ উইকেটের সবগুলো। ওই অভিজ্ঞতা থেকে ডোমিঙ্গো বললেন, এই ম্যাচে স্পিনারদের বড় ভূমিকা থাকবে, পিচটা দেখতে এবার বেশ ভালো লাগছে। নাগপুরে রাজকোটের চেয়ে কম স্কোর হয়ে থাকে। ওখানে গড় স্কোর ছিল ১৮৫, আর এখানে ১৫৫। আমার মনে হয়, রাজকোটের চেয়ে এখানে বড় ভূমিকা রাখতে পারবে স্পিনাররা।
বিভাগ : খেলা
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী