ভারতে সানজারান ট্রফি ফুটবল টুর্ণামেন্টে পলাশ স্পোর্টিং ক্লাব রানারআপ

১৩ অক্টোবর ২০১৯, ০৫:২৩ পিএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ এএম


ভারতে সানজারান ট্রফি ফুটবল টুর্ণামেন্টে পলাশ স্পোর্টিং ক্লাব রানারআপ

ক্রীড়া প্রতিবেদক:
ভারতের কামাক্ষ্যা বুড়ি রাজ্যে আয়োজিত সানজারান ট্রফি ২০১৯ ফুটবল টুর্ণামেন্টে বাংলাদেশ থেকে নরসিংদীর পলাশের স্পোর্টিং ক্লাব রানারআপ হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান।
তিনি জানান, ভারতের কামাক্ষ্যা বুড়ি রাজ্যে বাংলাদেশের হয়ে টানা তৃতীয়বারের মতো সম্প্রতি পলাশের স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে প্রথমবার চ্যাম্পিয়ন ও এ বছরসহ দুই বার রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
তিনি আরও জানান, বাংলাদেশের হয়ে ভারতের কামাক্ষ্যা বুড়ি রাজ্যে আয়োজিত সানজারান ট্রফি ফুটবল টুর্ণামেন্টে গত তিন বছর ধরে পলাশের স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করছে।
ক্লাবের খেলোয়ারদের মান উন্নয়ন ও ভবিষ্যতে ক্লাবের খেলোয়াররা যাতে আরও ভালো খেলতে পারেন সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান ক্লাবের সভাপতি আল-মুজাহিদ হোসেন তুষার।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও