মাধবদীতে ঐতিহ্যবাহী রশিটান খেলা প্রতিযোগিতায় মেতে উঠলো গ্রামবাসী

৩০ জানুয়ারি ২০১৯, ০১:৫৩ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১১:৩১ পিএম


মাধবদীতে ঐতিহ্যবাহী রশিটান খেলা প্রতিযোগিতায় মেতে উঠলো গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক
হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহি রশিটান (কাছিটান) খেলা প্রতিযোগিতায় মেতে উঠলো নরসিংদীর মাধবদী থানার দস্তরদী গ্রামবাসী। স্থানীয় ৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন রাউন্ড শেষে রবিবার (২৭ জানুয়ারি) ভোরে দস্তরদী উত্তরপাড়া একাদশ বনাম বলভর্দী একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধরে রাখেতে প্রতিবছরই সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি রশিটান খেলার আয়োজন করেন দস্তরদী পল্লী উন্নয়ন যুব সংঘ।
সরেজমিন গিয়ে দেখা যায়, খেলা শুরু হওয়ার আগেই দর্শনার্থীর ভিড়ে মুখর হয়ে উঠে খেলার মাঠের চারপাশ। কনকনে শীতের মধ্যে এমন ব্যতিক্রমী আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এলাকায়। শুধু এলাকাবাসীই নয়, রশিটান প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন দূরদূরান্তের দর্শনার্থীরাও।


দীর্ঘ দেড় ঘন্টার টানটান উত্তেজনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুটি রাউন্ডেই বলভর্দী একাদশ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানারআপ দলকে একটি টিভি পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।
দু’দিন ব্যাপি এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর দিলকুশা শাখার প্রিন্সিপাল অফিসার আবুল কালাম আজাদ (জাকির)। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি শফিকুল ইসলাম মিন্টু, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সেলিম সিকু, মাধবদী থানা প্রেসকাবের সহ-সভাপতি ও যমুনা টেলিভিশনের রিপোর্টার তৌহিদুর রহমান, কাঠালিয়া ইউনিয় আওয়ামী লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিয়া।
বর্ণাঢ্য আয়োজনের ইউপি সদস্য নাছির মিয়া ও সদর উপজেলা যুবলীগ কর্মী আমনিুল ইসলাম নবীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা দ্বীন মোহাম্মদ দিলু, কাঠালিয়া ইউনিয় আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশীদ মুন্সি, মাধবদী থানা প্রেসকাবের সাধারণ সম্পাদক ও খোলা কাগজ প্রতিনিধি খন্দকার শাহিন, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মঈন। এ খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মোমেন মিয়া, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, আমজাদ, ফারুক, লিটন, আলমগীর প্রমূখ।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও