নরসিংদীতে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ এএম


নরসিংদীতে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের ঈদগাহ মাঠে ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় এ প্রতিযোগিতা হয়।

বিভিন্ন বিদ্যালয়ের বালক ও বালিকাদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-১৬ বছরের বালক ও বালিকাদের  তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং  সুস্থ জাতি গঠনে তারুণ্যের ভূমিকা তুলে ধরার প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় এ কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান।

জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দাবা প্রতিযোগিতায় বালিকা বিভাগে ১ জন চ্যাম্পিয়ন, ১ জন রানারআপ এবং বালক বিভাগে ১ জন চ্যাম্পিয়ন, ১ জন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

কাবাডি প্রতিযোগিতায় নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনকে হারিয়ে ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করে ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌসী।

 


বিভাগ : খেলা


এই বিভাগের আরও