বেলাবতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

২৭ মার্চ ২০২১, ০৩:৪৪ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১১:৪১ এএম


বেলাবতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর বেলাবতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০০ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বারৈচা রংধনু সমাজ কল্যাণ যুব সংসদ এর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ মার্চ) সকাল ৯টায় উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান।

ম্যারাথন দৌড়টি আলিপুরা বাজার-দুলালকান্দি, কাঁঠালতলা-রহিমেরকান্দি, খামারেরচর-এ.এন.এম উচ্চ বিদ্যালয় সড়কের ৭ কিলোমিটার এলাকা অতিক্রম করে পুনরায় বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, স্কুল কলেজের শিক্ষার্থী ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন বারৈচা অনার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র হারুন অর রশিদ, ২য় স্থান অধিকার করেন রায়পুরার লোচনপুরের মামুন, এবং তৃতীয় স্থান অধিকার করেন বারৈচা গ্রামের রুবেল। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্য সম্মানজনক স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। 

এসময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদ এর যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আঙ্গুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন চরউজিলাব ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আবুল কাশেম আলকাছ, বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাবেয়া খাতুন শান্তি, এ, এন ,এম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মুক্তার হোসেন সরকার, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, হাসনাবাদ উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মমিনুল হক, ব্যবসায়ী কবির আহমেদ,মাহমুদুল হাসান মৃদুল প্রমুখ।

সুস্থ দেহ মনের পাশাপাশি মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রশংসার দাবী রাখে বলে উল্লেখ করেন বক্তারা।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও