খেলার মাঠেই ফুটবলারের মৃত্যু!

৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৫:০০ এএম


খেলার মাঠেই ফুটবলারের মৃত্যু!

টাইমস স্পোর্টস ডেস্ক:

ভারতের রাধাকৃষ্ণ ধনরাজনের পেশাদার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ছিল। খেলেছেন কলকাতার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানের মতো ক্লাবে। এছাড়া ইউনাইটেড স্পোর্টস ও সাদার্ন সমিতিতেও খেলেছেন এই লেফট ব্যাক। তার মৃত্যুও হলো খেলার মাঠেই। রোববার স্থানীয় একটি ম্যাচ খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

পেরিনদেলমান্নায় স্থানীয় একটি সেভেন এ সাইড ম্যাচে খেলছিলেন ধনরাজন। সেখানে খেলার মাঝখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুকে হাত দিয়ে মাঠেই শুয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার অকালমৃত্যুতে শোক নেমে এসেছে কলকাতার ফুটবল অঙ্গনে। মৃত্যুকালে ধনরাজনের বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।

এই ফুটবলার তার প্রথম পাঠ পান কেরালার বিখ্যাত কোচ টি কে চাত্তুণ্ণির কাছে। আদর্শ গুরু চাত্তুণ্ণির অন্যতম প্রিয় ছাত্রও ছিলেন তিনি। বিখ্যাত এই কোচের প্রশিক্ষণেই ৩ বছর ভিভা কেরালায় খেলার পর ২০০৮ সালে কলকাতার ইউনাইটেড স্পোর্টসে প্রথম খেলতে আসেন ধনরাজন।

এরপর একে একে খেলেছেন মোহনবাগান, মোহামেডান ও ইস্টবেঙ্গলে। তার অধিনায়কত্বেই মোহামেডান ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ড জিতেছিল।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও