বাতিলের দিকেই এগোচ্ছে এবারের আইপিএল

৩০ মার্চ ২০২০, ০৭:৪৩ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১১ এএম


বাতিলের দিকেই এগোচ্ছে এবারের আইপিএল
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। করোনাভাইরাসের থাবায় পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে বাতিলের দিকেই সম্ভবত এগোচ্ছে আইপিএল। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও ঘোষণা করা হয়নি। সরকার ও ক্রীড়ামন্ত্রী ভিসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই ভারতীয় ত্রিকেট বোর্ড আইপিএল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে জানা গেছে।

১৫ এপ্রিল পর্যন্ত ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। এরপরেও যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই এখন পর্যন্ত। ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। এ রকম অবস্থায় আইপিএল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল বোর্ড। সেই সময়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আশা করেছিলেন, ছোট করে হবে এবারের আইপিএল। ১৪ মার্চের পর দু’সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়েছে।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও