নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন: তামিম ইকবাল

২৫ মার্চ ২০২০, ০৬:৩২ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ এএম


নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন: তামিম ইকবাল
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতি মোকাবিলায় দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ জন এবং সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা আরও ১০ জন- মোট ২৭ ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেক টাকা দান করে দিয়েছেন করোনা মোকাবিলার জন্য।

এ ২৭ ক্রিকেটারের এক মাসের বেতন সর্বমোট ৬০ লাখ ৩০ হাজার টাকা। সবাই নিজেদের অর্ধেক করে দান করে দেয়ার পর আসে ৩০ লাখ ১৫ হাজার টাকা। এর থেকে আয়কর কেটে নেয়ার পর প্রায় ২৬ লাখ টানা থাকছে করোনা ইস্যুতে ব্যবহার করার জন্য।

জানা গেছে, মহৎ এ কাজের প্রস্তাবটা প্রথম দিয়েছেন জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সংবাদমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর তামিম নিজেও আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দান করার কথা। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন নিজে ভালো থেকে দেশকে ভালো রাখার জন্য।

নিজের ফেসবুক পেজে তামিম লিখেছেন, করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্বই আজ বিপর্যস্ত। বাংলাদেশেও প্রকোপ বেড়ে চলেছে। আমরা ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে চেষ্টা করছি সবাইকে সতর্ক ও সচেতন করার। তবে আমরা মনে করছি, শুধু সচেতন করাই যথেষ্ট নয়, এই দুর্যোগের সময় আমাদের আরও কিছু করার আছে।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যে ১৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এবং জিম্বাবুয়ে সিরিজসহ সম্প্রতি জাতীয় দলে খেলেছে, এমন আরও ১০ জন- সবমিলিয়ে ২৭ ক্রিকেটারের এক মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে আমরা সহায়তা করছি। কর কেটে রাখার পর মোট থাকবে ২৫ লাখ টাকার কিছু বেশি।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই যতটা ব্যাপক, এই অর্থ হয়তো খুব বড় অঙ্ক নয়। তবে বিন্দু বিন্দু জল মিলেই হয়ে ওঠে মহাসাগর। আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, যত ছোট অবদানই হোক, সবাই মিলে সেটিই বড় হয়ে উঠবে।

চারপাশের সবার সমালোচনায় মেতে না থেকে, যদি নিজেরা দায়িত্ব নেই ও নিজেদের সাধ্যমতো অবদান রাখি, তাহলেই করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জয় সম্ভব। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও