টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ-ভারত খেলবে আজ
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৪ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৮ এএম
স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়িয়েছে শুক্রবার। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে সালমা খাতুন-জাহানারা আলমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।
অবশ্য ভারত ইতিমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে। আর প্রথম ম্যাচেই হট ফেভারিট স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তাতে রীতিমতো আত্মবিশ্বাসে টইটুম্বুর ভারত। তবে ভারতে ভীত নয় বাংলাদেশ। কারণ, এই ভারতকে হারিয়েই মালয়েশিয়ায় এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সালমা খাতুন বলেছেন, ভারতের কোনো খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আমাদের খেলা নিয়ে ভাবছি। ম্যাচ বাই ম্যাচ যাব। আমরা বিশ্বকাপ খেলতে এসেছি নিজেদের লক্ষ্য নিয়ে। সেভাবেই এগিয়ে যাব।
ভারতের মিডল অর্ডার ব্যাটার ভেদা কৃষ্ণমূর্তি জানিয়েছেন তারা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় কিংবা সবশেষ দুই ম্যাচে বাংলাদেশের কাছে হারের বিষয় নিয়ে ভাবছেন না। তারা কেবল আজকের ম্যাচটি নিয়েই ভাবছে। আমরা আমাদের বোলারদের লড়াই করার মতো পুঁজি দিতে চাই। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে চাই। যেহেতু আমাদের বোলাররা ভালো করছে। কিন্তু আমরা যদি শুক্রবারের ম্যাচের চেয়ে ১৫ রান কম করি তাহলে ম্যাচটি কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য।
পার্থের যে মাঠে আজ খেলা হবে সেটা স্পোর্টিং উইকেট। এখানে প্রথম ইনিংসে গড় রান ১৩৬। অর্থাৎ যে দলই আগে ব্যাট করতে নামুক না কেন ১৩০+ স্কোর করতে হবে। এই মাঠে রান তাড়া করতে নেমে ৪ টি দল যেমন জিতেছে। তেমনি হেরেছেও ৪ টি দল। সুতরাং বলা মুশকিল রান তাড়া করে জেতাটা সহজ হবে নাকি কঠিন হবে। এবারের বিশ্বকাপে এই মাঠে দুটি ম্যাচ হয়েছে। দুই ম্যাচেই রান তাড়া করা দল জিতেছে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খু্ব একটা ভালো নয়। ভারতের ৭ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ২টি। ২০১৮ এশিয়া কাপের আগে একটি জয়ও ছিল না বাংলাদেশের। ৭ ম্যাচে মাঠে নেমে সাতটিতেই হেরেছিল। কিন্তু মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ নারী এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে হারানোর পর ফাইনালেও ভারতকে হারিয়েছিল সালমা-জাহানারারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আজ বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়।
বিভাগ : খেলা
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন