আজ মাঠে গড়াচ্ছে ‘বঙ্গবন্ধু’ বিপিএল টি-টোয়েন্টি

১১ ডিসেম্বর ২০১৯, ১২:০৩ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৬:১৭ এএম


আজ মাঠে গড়াচ্ছে ‘বঙ্গবন্ধু’ বিপিএল টি-টোয়েন্টি

টাইমস স্পোর্টস ডেস্ক:

আজ (১১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসর ২০১৯। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। বিসিবির তত্ত্বাবধানে নতুনভাবে এবার হচ্ছে বিপিএল। বিভিন্ন লিগ ও দলের খেলায় ব্যস্ত থাকায় এক সঙ্গে বেশি দিন অনুশীলনের সুযোগ পায়নি দলগুলো। তারপরও আসরে ভালো করতে প্রত্যয়ী। তারকাখচিত দল গড়লেও প্রথম ম্যাচে অনেককেই পাবেনা চট্টগ্রাম। জাতীয় দলের হয়ে খেলছেন কেসরিক উইলিয়ামস।

তবে বন্দরের দলটিতে আছেন ইমরুল, মাহমুদউল্লাহ, রুবেল, নাসিরদের মত অভিজ্ঞ ক্রিকেটার। অন্যদিকে কোচ হার্সেল গিবস সিলেটের সবচাইতে বড় তারকা। তার পাশাপাশি আছেন সৈকত, মিঠুন, নাঈম হাসানরা। দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়ার্সে মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে বিকেল ৬টা ৩০ মিনিটে। তবে ম্যাচের আগেই পরিবর্তন হয়েছে রংপুরের পরিচালকের পদ।

এতদিন দলটি ছিলো বিসিবির অধীনে। যেখানে দলের পরিচালক ছিলেন আকরাম খান। তবে এখন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস রংপুরের স্পন্সর পার্টনার হওয়ায় প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এনায়েক হক সিরাজ এই দায়িত্ব পালন করবেন। ঢাকার প্রথম পর্বের খেলায় থাকছে আটটি ম্যাচ। যা আজ থেকে শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকার প্রথম পর্ব শেষে ১৭ ডিসেম্বর শুরু হবে চট্টগ্রাম পর্বের লড়াই, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এই ৮ দিনে বন্দর নগরীতে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরবে ঢাকায়। যার শুরুটা হবে ২৭ ডিসেম্বর থেকে। শেষ হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম পর্বের অনুরূপ দ্বিতীয় পর্বেও মিরপুর শের-ই-বাংলায় গড়াবে ৮টি ম্যাচ। ঢাকার দ্বিতীয় পর্ব শেষে বিপিএল চলে যাবে সিলেটে। ২-৪ জানুয়ারি সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে মোট ৬টি ম্যাচ।

এরপর আবার বিপিএল ফিরবে ঢাকায়। ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে। শুক্রবার বাদে এবারের বিপিএলের দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। আর দ্বিতীয় ম্যাচটি বিকেল ৬টা ৩০ মনিটে। শুক্রবার দিনের প্রথম ম্যাচটি গড়াবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। আর দিবা-রাত্রির বা দিনের শেষ ম্যাচটি সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে শেষ হবে রাত ১০টা ২০ মিনিটে। স্থানীয় ও বিদেশিদের নিয়ে নিজেদের দল সাজিয়ে নিয়েছে সাতটি দল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্য দলের চেয়ে হার্ড হিটারের মিলন মেলা চট্টগ্রামে। ব্যাটিং দানব ক্রিস গেইল, শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো, জিম্বাবুয়ের রায়ান বুর্ল, রায়াদ এমরিট ও ইমাদ ওয়াসিমদের নিয়ে গড়া দল। বোলিং আক্রমণে আছেন রুবেল হোসেন, মুক্তার আলি, কেসরিক উইলিয়ামসনরা। ব্যাটে-বলে এবং অলরাউন্ডারে গড়া ভারসামপূর্ণ একটি দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

অন্য দিকে সিলেট থান্ডার’র এর নেতৃত্বে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জনসন চার্লস, শফিকউল্লাহ শাফাক, শেরফেইন রাদারফোর্ড ও রনি তালুকদারদের নিয়ে ব্যাটিং লাইন। বোলিংয়ে থাকছেন সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও নাভি-উল হকরা।

তবে চট্টগ্রামের প্রথম কয়েকটি ম্যাচে থাকছেন না মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ইডেন টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি এ অভিজ্ঞ ক্রিকেটার। ফলে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। মাহমুদউল্লাহর পাশাপাশি এই ম্যাচে খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। থাকছেন না লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস।

সিলেট থান্ডারও যথেষ্ট শক্তিশালী দল গড়েছে। বিদেশিদের মধ্যে আছেন আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ সামি, শিরফানে রাদারফোর্ড, জনসন চার্লস, জীবন মেন্ডিসরা। এছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজীরা।

নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া বিপিএল নিয়ে উন্মাদনার শেষ নেই দেশের ক্রিকেটপ্রেমীদের। এর আঁচ পাওয়া গেছে গত রোববার উদ্বোধনী অনুষ্ঠানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের উদ্বোধনীতে উপচেপড়া ভিড় দেখা গেছে শেরে বাংলায়। অনুষ্ঠান সফল করতে আয়োজনের কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধান আকর্ষণ ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবার লিগের মূল লড়াই দেখার প্রতীক্ষায় দর্শকরা।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও