আইপিএল নিলাম: ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৯ পিএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৪ এএম

স্পোর্টস ডেস্ক:
আইপিএলের নিলামে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা) কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। ২০১২ এবং ২০১৪ সালে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপা জেতার স্বাদও পেয়েছেন তিনি।
চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় নিলাম। নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে ছিল সাকিবের নাম। ২ নম্বর সেট থেকে তাকে কিনে নেয় কলকাতা। নিলামে কলকাতার সঙ্গে সাকিবকে নিয়ে আগ্রহ দেখায় পাঞ্জাব কিংসও। কিন্তু শেষ পর্যন্ত কলকাতাই দলে ভেড়াতে সক্ষম হয়।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের সাম্প্রতিক ফর্ম ছিল দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। সর্বশেষ হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আইপিএল ক্যারিয়ারে ৫৯ উইকেট ও ৭৪৬ রান করেছেন।
একই নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। ৪ নম্বর সেটে আছে তার নাম। মাহমুদউল্লাহ রিয়াদ ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যে এবং ৫০ লাখের ক্যাটাগরিতে মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সাইফ আছেন ১৯ নম্বর এবং মাহমুদউল্লাহ ৩২ নম্বর সেটে।
২০১১ সালে সাকিবের আইপিএল ক্যারিয়ার শুরু। এরপর এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে প্রায় নিয়মিত ছিলেন তিনি। এর আগে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদে। মোস্তাফিজ এর আগে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
এবারের নিলাম শুরুর আগের চিত্র অনুযায়ী, বিদেশি ক্রিকেটারের কোটা বাকি ছিল মাত্র ২২ জনের। ফলে ১২৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ১০৬ জনই দল পাবেন না। আর ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৬১ জন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ৯৯৯ এ ফোন করে এক কুকুরের প্রাণ বাঁচালো তিন শিক্ষার্থী
- ৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- মালয়েশিয়া থেকে মিয়ানমারের ১০৮৬ নাগরিক ‘বহিষ্কার’
- সিপিএইচ কে আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপান্তর করা হবে: আইজিপি
- সরকারের উন্নয়নের বড় অংশীদার হচ্ছে শিল্প মন্ত্রণালয়: শিল্পমন্ত্রী
- বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে চায় ভুটান
- মোসলেহ উদ্দিন ভূইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবনির্বাচিত কাউন্সিলরের শ্রদ্ধা জ্ঞাপন
- করোনার টিকা নিলেন বঙ্গবন্ধু'র কন্যা শেখ রেহানা
- সরকারি অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
- করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু ও শনাক্ত ৪২৮
- নরসিংদীতে ৯৯৯ এ ফোন করে এক কুকুরের প্রাণ বাঁচালো তিন শিক্ষার্থী
- ৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- মালয়েশিয়া থেকে মিয়ানমারের ১০৮৬ নাগরিক ‘বহিষ্কার’
- সিপিএইচ কে আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপান্তর করা হবে: আইজিপি
- সরকারের উন্নয়নের বড় অংশীদার হচ্ছে শিল্প মন্ত্রণালয়: শিল্পমন্ত্রী
- বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে চায় ভুটান
- মোসলেহ উদ্দিন ভূইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবনির্বাচিত কাউন্সিলরের শ্রদ্ধা জ্ঞাপন
- করোনার টিকা নিলেন বঙ্গবন্ধু'র কন্যা শেখ রেহানা
- সরকারি অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
- করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু ও শনাক্ত ৪২৮