বাংলাদেশের জনগণ আর রক্তপাতের রাজনীতি দেখতে চায় না : শিবপুরে জাকের পার্টির চেয়ারম্যান

২২ ডিসেম্বর ২০১৮, ০৫:৩০ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম


বাংলাদেশের জনগণ আর রক্তপাতের রাজনীতি দেখতে চায় না : শিবপুরে জাকের পার্টির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জনগণ আর রক্তপাতের রাজনীতি দেখতে চায় না। তারা শান্তি চায়, পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে আজ নিরাপত্তা নাই, কে কখন গ্রেপ্তার হয়ে যায় বলা যায় না। আমাদের কোন ক্যাডার লাগে না, কোন গুন্ডা লাগে না।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী দলীয় প্রচারাভিযানের নির্বাচনী জনসভায় মোস্তফা আমীর ফয়সল আরো বলেন, হোন্ডা গুন্ডা দিয়ে যে অপরাজনীতি চলছে, এবারের নির্বাচনে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এভাবে বাংলাদেশ চলতে পারে না। বাংলা ভাই থেকে শুরু করে অনেক ভাই এই দেশে তৈরী হয়েছেন। বোমা হামলা, গ্রেনেড হামলাসহ অসংখ্য হামলা হয়েছে এই দেশে। ‘এবার আমরা দেশের প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করছি। আওয়ামী লীগ স্বাধীনতার জন্য রক্ত দিয়ে দল প্রতিষ্ঠিত করেছে। আর জাকের পার্টি মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাস নিয়ে প্রেমের বাঁশি বাজিয়ে দল প্রতিষ্ঠিত করেছে। এই নির্বাচনে ভুল করা যাবে না। এবার জাকের পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।
এসময় জাকের পার্টির পাঁচটি আসনের প্রার্থীদেরকে জনতার সামনে দাড় করিয়ে পরিচয় করান এবং তাদের জন্য গোলাপ মার্কায় ভোট চান ফয়সল।
নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী-১ (সদর) আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম, নরসিংদী -৩ (শিবপুর) আসনের জাকের পার্টির প্রার্থী রাজিব হোসেন রাতুল, নরসিংদী -৪ (বেলাব-মনোহরদী) আসনের জাকের পার্টির প্রার্থী ওয়াজ উদ্দিন আকন্দ, নরসিংদী -৫ (রায়পুরা) আসনের জাকের পার্টির প্রার্থীসহ অন্যান্যরা। নরসিংদী জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও