শিবপুরে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার নিয়ে দোয়া মাহফিল

১৮ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম


শিবপুরে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার নিয়ে দোয়া মাহফিল

মোমেন খান:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে নরসিংদীর শিবপুর উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লহিল মামুন নিলয়। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এ্যাড. শিরিন আক্তার, শিবপুর উপজেলা প্রতিনিধি আজিজ ভূইয়া, এনসিপির সদস্য এ্যাড. জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ বিল্লাল, সাহেদ জামান ও শহিদ তামিম হৃদয়ের বাবা তমিজ উদ্দিন প্রমূখ। সভা সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি আসিফ ভূইয়া।



এই বিভাগের আরও