নাশকতার মামলায় শিবপুর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

০৫ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ০৯:০১ পিএম


নাশকতার মামলায় শিবপুর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে শিবপুর কলেজ গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ উদ্দিন বলেন, "সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় শিবপুর কলেজ গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আগের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আগে তিনটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন স্থানে সরকার বিরোধী প্রচারণা চালান এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে নির্বাচন বর্জনের শান্তিপূর্ণ প্রচারনা চালানোর সময় তাকে আটক করে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে বলে দাবী করেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে তাকে গত ১১ ফেব্রুয়ারি নাশকতা মামলায় গ্রেপ্তার করে কোমরে রশি বেঁধে আদালতে প্রেরণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোনার জন্ম দেয়। পরে ১৬ ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান তিনি।

 



এই বিভাগের আরও