মাধবদীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইসতিসকার নামাজ আদায়

২৪ এপ্রিল ২০২৪, ০২:২৬ পিএম | আপডেট: ০৬ মে ২০২৪, ০২:৫০ এএম


মাধবদীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইসতিসকার নামাজ আদায়

মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বুধবার বেলা ১১টায় মাধবদী এসপি স্কুলের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শাখার উদ্যোগে এ নামাজ আদায় করা হয়।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, কয়েকদিন যাবত নরসিংদীসহ সারাদেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ মুসল্লিরা।

নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমির মাওলানা মোঃ আমিনুল ইসলাম। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার সেক্রেটারী মোঃ মোয়াজ্জেম হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী থানা শাখা, মাধবদী শহর শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা নাসাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে খুতবা প্রদানের পর দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করা হয়। এসময় দোয়াতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টি কামনা করেন।



এই বিভাগের আরও